দূষিত শহরের তালিকায় আজ ৫ম ঢাকা

আগের সংবাদ

মোদীর বাড়ির সামনে ধর্মঘটে বসতে চান মমতা

পরের সংবাদ

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩ , ১০:২৫ পূর্বাহ্ণ আপডেট: মার্চ ৩০, ২০২৩ , ২:১০ অপরাহ্ণ

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ৮টার দিকে স্কাইনিস পাওয়ার কোম্পানি নামে একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর কচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়াস ও বেলাল সওদাগরের ছেলে পাভেল এবং জামালপুরের মনোয়ার।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় স্কাইনিস পাওয়ার কোম্পানি নামে বহুতল ভবনে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের রডের সঙ্গে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শ হয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শ্রমিকরা। এতে তিন শ্রমিক মারা যান। তবে ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, সংবাদ পাওয়ার পরপরই শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়