×

আন্তর্জাতিক

এআই আটকানোর পিটিশনে সই করলেন মাস্ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ১০:২২ পিএম

এআই আটকানোর পিটিশনে সই করলেন মাস্ক

ইলন মাস্ক। ফাইল ছবি

ওপেনএআইয়ের নতুন চালু করা চ্যাটবট ‘জিপিটি-৪-এর চেয়ে ক্ষমতাবান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা তৈরির কার্যক্রম ছয় মাস আটকে রাখার আহ্বান জানিয়েছেন ইলন মাস্কসহ একদল কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ও শিল্প নির্বাহী।

অলাভজনক সংস্থা ‘ফিউচার অফ লাইফ ইনস্টিটিউট’-এর জারি করা এক খোলা চিঠিতে এই ব্যবস্থার কারণে সমাজ ও মানবতার ওপর সম্ভাব্য ঝুঁকির বিষয়টিও উল্লেখ করা হয়। এতে ইলন মাস্কের পাশাপাশি এক সহস্রাধিক লোকজন স্বাক্ষর দিয়েছেন। খবর রয়টার্সের।

চিঠিটিতে লেখা আছে, বিভিন্ন ক্ষমতাবান এআই সিস্টেম কেবল তখনই তৈরি করা উচিৎ, যখন আমরা নিশ্চিত হতে পারব যে, এগুলোর প্রভাব ইতিবাচক হওয়ার পাশাপাশি এর বিভিন্ন ঝুঁকিও মোকাবেলাযোগ্য হবে।

স্বাধীন বিশেষজ্ঞদের সহায়তায় এই ধরনের ব্যবস্থার জন্য সুরক্ষা প্রোটোকল তৈরি, বাস্তবায়ন ও নিরীক্ষার আগ পর্যন্ত উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থা তৈরির কার্যক্রমে বিরতি দেয়ার আহ্বান জানানো হয় ওই চিঠিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App