প্রধান বিচারপতির ক্ষমতা ছাঁটলো পাকিস্তানের আইনসভা

আগের সংবাদ

হীরক রাজার জন্মদিন আজ

পরের সংবাদ

স্বপ্নজয়ের সেতুর রেললাইন নির্মাণ সম্পন্ন

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩ , ১০:০২ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৯, ২০২৩ , ১০:১৬ অপরাহ্ণ

পদ্মা সেতুতে সড়কপথের পর এবার রেললাইন নির্মাণ সম্পন্ন হলো।

বুধবার (২৯ মার্চ) বিকেল পাঁচটার দিকে সেতুর পাথরবিহীন রেললাইনের বাকি ৭ মিটারের ঢালাই সম্পন্ন হয়। মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু অতিক্রম করে ৪২ কিলোমিটার পরীক্ষামূলক রেল চলবে ৪ এপ্রিল। রেলপথের কাজ সস্পন্ন হওয়ার মধ্য দিয়ে স্বপ্নজয়ের সেতু পূর্ণতা পেলো।

সেতুর নিচতলাজুড়ে এখন পাথরবিহীন রেললাইন। নতুন নির্মাণ করা ৭ মিটার ছাড়া পুরো সেতুতেই রেল চলতে পারছে। অপরদিকে, ওপর তলায় চলেছে হরেক রকমের গাড়ি।

সেতুর ২৫ নম্বর খুঁটির কাছে ৫ নম্বর মুভমেন্ট জয়েন্টের জন্য চীন থেকে নিয়ে আসা সবশেষ স্লিপারটি স্থাপনের পর কংক্রিটিং প্রস্তুতি। এরপর পদ্মার এপার-ওপারকে রেলপথে যুক্ত করতে দেশি-বিদেশি প্রকৌশলীরা চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষার পরই বিকেল সোয়া পাঁচটার দিকে শুরু হয় ঢালাই। ৪৫ মিনিটেই ১২টি স্লিপার ঢালাই করে যুক্ত করা হয় দুই ভাগে। এই মাহেন্দ্রক্ষণে উচ্ছ্বসিত সবাই।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়