রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার (২৯ মার্চ) রাতে এ দুর্ঘটনা সংঘটিত হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করেন। নিহত মো. এহসান হোসেন রুমি (২১) নবারুন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র। অপরদিকে, দুর্ঘটনায় আহত মো. ফাতিন (২২) নটর ডেম কলেজের ব্যবসায় প্রশাসন (বিবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।