দেশের দ্রুততম ফিফটির রেকর্ড লিটনের
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০৪:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে দেশের হয়ে দ্রুততম টি-২০ ফিফটির রেকর্ড গড়েছেন লিটন দাস। ১৮ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। ফিফটি করার পথে পাঁচটি চার ও তিনটি ছক্কা হাঁকান এ ওপেনার।
টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের ৭০তম ম্যাচে লিটনের এদিন দশম ফিফটি হাঁকান। তবে ২০ ওভারের ক্রিকেটে তার সর্বোচ্চ ইনিংস ৭৩ রানের। চলতি মাসের ১৪ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর শেরেবাংলায় ৫৭ বলে ১০টি চার আর এক ছক্কায় ৭৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে লিটন আজ ৩৪তম ফিফটি করেন।
এর আগে বাংলাদেশের হয়ে দ্রুততম টি-২০ ফিফটি ছিল মোহাম্মদ আশরাফুলের। তিনি ২০০৭ সালের প্রথম টি-২০ বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন। আউট হয়েছিলেন ২৭ বলে ৬১ রান করে।