২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করবো: ট্রাম্প

আগের সংবাদ

উন্নয়ন সব মানুষের কাছে পৌঁছায় না

পরের সংবাদ

জাপান সাগরে জাহাজবিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩ , ৯:৩২ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৯, ২০২৩ , ৯:৩২ অপরাহ্ণ

রাশিয়ার নৌবাহিনী জাপান সাগরে একাধিক সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পরীক্ষামূলক উৎক্ষেপণের অংশ হিসেবে মঙ্গলবার এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মোসকিট নামের জাহাজবিধ্বংসী দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আলাদা দুটি জাহাজ থেকে ছোড়া হয়। প্রায় ১০০ কিলোমিটার দূরে জাহাজের আদলে তৈরি বস্তু লক্ষ্য করে এগুলো ছোড়া হয়। ক্ষেপণাস্ত্র দুটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এগুলো প্রচলিত ও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। খবর: রয়টার্স’র।

মঙ্গলবার জাপান সাগরে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা রাশিয়ার পি–২৭০ মোসকিট ক্ষেপণাস্ত্র পশ্চিমা সামরিক জোট ন্যাটের কাছে এসএস–এন–২২ সানবার্ন নামে পরিচিত। সুপারসনিক এসব ক্ষেপণাস্ত্র স্বল্পপাল্লার। এগুলো সোভিয়েত আমলে তৈরি। এই ক্ষেপণাস্ত্র ১২০ কিলোমিটার দূরে থাকা জাহাজ ধ্বংস করতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়