‘একটা সময় পর্যন্ত’ বিএনপির জন্য অপেক্ষা করবে ইসি

আগের সংবাদ

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবার নির্দেশ প্রধানমন্ত্রীর

পরের সংবাদ

কারাভোগ শেষে দেশে ফিরলো ৩ ভারতীয় নাগরিক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩ , ৫:২৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৯, ২০২৩ , ৫:২৭ অপরাহ্ণ

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করায় আটকা পড়েছিলেন তিন ভারতীয় নাগরিক। পরে থানায় করা মামলায় তারা সাজাভোগ করেন।পাঁচ মাস কারাভোগ শেষে আজ বুধবার (২৯ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে।

কারাভোগ শেষে ভারতে ফেরত যাওয়া নাগরিকরা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানার চৌধুরীপাড়ার সুনীল বর্মার ছেলে রামু দেব বর্মা, মৃত মধুলাল বর্মার ছেলে সুনীল দেব বর্মা ও সুদন বর্মার ছেলে স্বপন দেব বর্মা।

ইমিগ্রেশন পুলিশ জানায়, ২০২২ সালের ৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করলে বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি) সদস্যরা তাদের আটক করেন।পরে মামলাসহ আদালতে তাদের সোপর্দ করলে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড অনাদায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়।

দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিপত্র আদান প্রদান ও আইনী প্রক্রিয়া শেষে পাঁচ মাস পর তাদের ফেরত পাঠানো হয়।

প্রত্যাবাসনের সময় উপস্থিত ছিলেন আখাউড়া চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস, এএসআই দেওয়ান মুর্শেদুল হক, ভারতের আগরতলা পশ্চিম থানার এএসআই মিলন দেববর্মা সহ দুই দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও সীমান্তরক্ষী বাহিনী উপস্থিত ছিলেন।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়