নেত্রকোণায় ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

আগের সংবাদ

জিনপিংকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জেলেনস্কির

পরের সংবাদ

ইমরানের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩ , ৭:৩৫ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৯, ২০২৩ , ৭:৩৫ অপরাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে আবারো জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বুধবার (২৯ মার্চ) ইসলামাবাদের একটি আদালত বিচারককে হুমকি দেয়ার মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে। খবর ডনের।

ইমরান খানের আইনজীবী আজকের শুনানি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলেও তা খারিজ করে দেন বেসামরিক বিচারক মালিক আমান। সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এছাড়া, আদালত পিটিআই প্রধানকে আগামী ১৮ এপ্রিল আদালতে হাজির করার বিষয়ে নির্দেশনাও দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুনানির সময় খানের আইনজীবীরা তার জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখার অনুরোধ করেছিলেন, কারণ তিনি নিরাপত্তার হুমকির মধ্যে রয়েছেন। কিন্তু আদালত তা শ্রবণ করেনি।

প্রসঙ্গত, এই মামলার অভিযোগ ইমরান খানের একটি বক্তৃতার সঙ্গে সম্পর্কিত। গত বছর পিটিআই নেতা শাহবাজ গিলকে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন দিতে অস্বীকৃতি জানিয়েছেন এক নারী বিচারক। যদিও অভিযোগ করা হয় যে, গিলকে রিমান্ডে ব্যাপক নির্যাতন করা হয়েছে। এর পরই ইমরান খান পুলিশ ও সেই নারী বিচারককে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়