×

আন্তর্জাতিক

সৌদি-ইরান সম্পর্ক আঞ্চলিক সংহতিকে শক্তিশালী করবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ১০:৫৬ পিএম

সৌদি-ইরান সম্পর্ক আঞ্চলিক সংহতিকে শক্তিশালী করবে

ছবি: সংগৃহীত

ইরান ও সৌদি আরব দীর্ঘ সাত বছরের বৈরিতার অবসান ঘটিয়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে চুক্তি করেছে। এছাড়া বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের পাশাপাশি আগামী ৬০ দিনের মধ্যে দূতাবাস চালুর বিষয়ে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যের এই দুই মুসলিম দেশ। খবর আনাদোলুর।

মঙ্গলবার (২৮ মার্চ) বিষয়টি নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে (এমবিএস) বলেছেন, সৌদি আরব ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন আঞ্চলিক সংহতিকে শক্তিশালী করবে।

চীনের মধ্যস্থতায় গত ১০ মার্চ দেশটির রাজধানী বেইজিংয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে চুক্তি সই হয়। ওই অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিদের পাশাপাশি চীনা প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানায়, মঙ্গলবার সৌদি যুবরাজ এমবিএসকে ফোন করে চীনা প্রেসিডেন্ট বলেন, বেইজিংয়ে সৌদি আরব ও ইরানের মধ্যে সাম্প্রতিক সফল সংলাপ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে সাহায্য করেছে, সেইসঙ্গে এটি আঞ্চলিক সংহতিকে শক্তিশালী করবে এবং এ অঞ্চলে উত্তেজনা কমিয়ে দেবে। চীন এই প্রক্রিয়াকে আরও জোরদার করার ক্ষেত্রে সমর্থন অব্যাহত রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App