×

সারাদেশ

ঝিকরগাছায় অনি রায়ের লাশ নিয়ে বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ০৭:৫৫ পিএম

ঝিকরগাছায় অনি রায়ের লাশ নিয়ে বিক্ষোভ
ঝিকরগাছায় অনি রায়ের লাশ নিয়ে বিক্ষোভ

ছবি: ভোরের কাগজ

যশোরের ঝিকরগাছায় ইভটিজিংয়ের শিকার হয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অনি রায়ের আত্মহত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করেছে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে ময়নাতদন্ত শেষে অনির লাশ বাড়িতে পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

কিছুসময় বাড়িতে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্য, স্থানীয় এলাকাবাসী ও সহপাঠীরা মরদেহ নিয়ে যশোর-বেনাপোল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।

মিছিলটি যশোর-বেনাপোল মহাসড়কে ঝিকরগাছা উপজেলা মোড়ে আসার পর রাস্তার মাঝখানে মরদেহ রেখে অবস্থান নেন মিছিলকারীরা। এ সময় বিক্ষোভকারীরা একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সাকিবের শাস্তি দাবি করে স্লোগান দিতে থাকেন। সাকিব উপজেলার হাসপাতাল রোড়ের জামালউদ্দিনের ছেলে।

এসময় প্রধান শিক্ষকের পক্ষ থেকে এ ঘটনার কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তাকে অপসারণের দাবি করা হয়। পরে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত ঘটনাস্থলে এসে বিক্ষোভকারিদের দাবি শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে অনি রায়ের সঙ্গে ইভটিজিংয়ে জড়িতদের আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App