×

সারাদেশ

ঈশ্বরদী ইপিজেডে সেই দোভাষী সুইটিকে অপসারণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ০৩:৪৮ পিএম

ঈশ্বরদী ইপিজেডে সেই দোভাষী সুইটিকে অপসারণ

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী ইপিজেডে জাপান মালিকানাধীন নাকানো ইন্টারন্যাশন লিমিটেড নামের একটি পোষাক তৈরির কারখানার দোভাষী সুইটি আকতারকে অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ঈশ্বরদীর নির্বাহী পরিচালক আনিসুর রহমান।

এর আগে সোমবার ২৭ মার্চ সকাল থেকে প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে দোভাষী অপসারণের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি করে।

শ্রমিকদের অভিযোগ, দোভাষী সুইটি আকতার শ্রমিকদের নির্যাতন ও অশালীন আচরণ করেন। দোভাষীর অপসারণসহ ১০ দফা দাবি আদায়ে ওই কারখানার প্রায় দেড় হাজার নারী শ্রমিক সকালে কারখানা ঘেরাও করেন। সেখানে তারা বিক্ষোভ করেন। দুপুরের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত শ্রমিকেরা অভিযোগ করে বলেন, কারখানার দোভাষী সুইটি আকতার কথায় কথায় শ্রমিকদের মারধর করেন, শুক্রবার ছুটির দিন হলেও ওভারটাইম করতে বাধ্য করেন। অন্য প্রতিষ্ঠানে প্রতি ঘণ্টা ওভারটাইম ৪২ টাকা নির্ধারণ করা হলেও অনিয়মিত শ্রমিকদের ২৬ টাকা ৯০ পয়সা ও নিয়মিত শ্রমিকদের ৩৫ টাকা করে ওভারটাইম দেয়া হয়। কোনো নারীর বিষয়ে ঠিক হলে কিংবা কারও কোনো স্বজন মারা গেলেও দোভাষী ছুটি দেন না। কেউ কাজে কোনো ভুল করলে ৫০০ থেকে ১০০০ টাকা জরিমানা করা হয়।

শ্রমিকদের আরো অভিযোগ করে বলেন, সুইটি আকতার নারী শ্রমিকদের সঙ্গে অশালীন আচরণ করেন। মাতৃত্বকালীন ছুটি না দিয়ে নারীদের চাকরিচ্যুত করা হয়। এমনকি পত্রিকায় বা টেলিভিশনে তাদের নাম কিংবা ছবি এলে চাকরিচ্যুত করা হয়। যে প্রতিবাদ করে, তাকেও চাকরিচ্যুত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App