সৌদি বাদশাহ সালমানকে আমন্ত্রণ জানাবে ইরান

আগের সংবাদ

সৌদি-ইরান সম্পর্ক আঞ্চলিক সংহতিকে শক্তিশালী করবে

পরের সংবাদ

সরকারি বাংলো ছেড়ে দেবেন রাহুল গান্ধী

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩ , ১০:৪৭ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৮, ২০২৩ , ১০:৪৭ অপরাহ্ণ

ভারতের জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী সরকারি আদেশে অনুগত হয়ে তুঘলক রোডের বাংলো ছেড়ে দেবেন। সরকারি বাংলো ছাড়ার নোটিশ পেয়ে এমনটাই জানিয়েছেন এ কংগ্রেস নেতা।

এছাড়া বাংলো ছাড়ার নির্দেশ দেয়ার চিঠি পাঠানোর জন্য লোকসভার সচিবালয়কে ধন্যবাদও জানান ওয়েনাড়ের তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

নোটিশ পাওয়ার পর একটি চিঠি পাঠিয়ে রাহুল জানান, জনগণের ইচ্ছায় গত ৪ বারের সাংসদ হওয়ার সুবাদে আমি এখানে ভালো সময় কাটিয়েছি। এখানে আমার সুখের স্মৃতিও তৈরি হয়েছে। আমার অধিকারের প্রতি পক্ষপাত না করে আমি চিঠিতে থাকা নির্দেশ মেনে নেব।

সোমবারই (২৭ মার্চ) কংগ্রেস নেতাকে এক মাসের মধ্যে তার সরকারি বাংলো খালি করে দেয়ার নোটিশ দেয় লোকসভার হাউজিং কমিটি। রাহুল ২০০৪ সাল থেকে লোকসভার সাংসদ। তাই নিয়ম মেনেই দিল্লিতে ১২ তুঘলক লেনে রাহুলের জন্য সরকারি বাংলো বরাদ্দ করা ছিল এত দিন। ২০০৫ থেকে তিনি ওই বাংলোয় থাকছিলেন।

কিন্তু ২০১৯ সালে তার করা মোদি-মন্তব্যের জন্য তাকে দু’বছরের জেলের সাজা দিয়েছে সুরাত জেলা আদালত। যার জেরে গত ২৩ মার্চ তার সাংসদ পদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তারপরই মনে করা হচ্ছিল তুঘলক রোডের বাংলো খালি করতে হতে পারে সোনিয়া-পুত্রকে। এর মধ্যেই সোমবার তাকে ওই বাংলো খালি করার নোটিশ পাঠানো হয়। সংসদীয় বিধি অনুযায়ী পদ হারানোর পরে কোনো সাংসদ বাংলো ছাড়ার জন্য সর্বোচ্চ ১ মাস সময় পেতে পারেন। সেই সময়সীমা পেরোনোর পরেও বাংলো না ছাড়লে উচ্ছেদ করা হতে পারে।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়