×

সারাদেশ

কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০৫:৩৭ পিএম

কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফাইল ছবি

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে রশিদুল ইসলাম (২০) নামের যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৭ মার্চ) সকালে উপজেলার নবীপুর রেলক্রসিং থেকে ৪০০ গজ সামনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল দিনাজপুর শিকদার এলাকায় অবস্থিত একটি বেকারিতে কর্মরত ছিলেন। সে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মহিষমারী গ্রামের মুন্সিপাড়ার আবুল কালামের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত যুবক রাশেদুল রবিবার ছুটি নিয়ে নিজ বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর আব্দুলপুর ইউনিয়নের মহিষমারী গ্রামের মুন্সি পাড়ায় আসেন। সকালে বাসা থেকে বের হয়ে কানে হেডফোন দিয়ে মোবাইলে গান শুনতে শুনতে স্থানীয় বেলতলী বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নবীপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে পৌনে ৮ টায় পার্বতীপুর হইতে পঞ্চগড়গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্স পাঠানো হয়। দিনাজপুর রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। দিনাজপুর রেলওয়ে থানার পুলিশ লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App