×

আন্তর্জাতিক

এবার বাংলো ছাড়তে হবে রাহুলকে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০৯:১৭ পিএম

ভারতের বিরোধী দলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে এবার সরকারি বাংলো ছাড়তে বলা হয়েছে। ২০০৪ সাল থেকে রাজধানী দিল্লির তুঘলক লেন এলাকার বাংলোটি দখলে রয়েছে তার। সম্প্রতি লোকসভার হাউজিং প্যানেল থেকে দেয়া নোটিশে আগামী ২৩ এপ্রিলের মধ্যে বাংলোটি ছেড়ে তাকে দিতে বলা হয়েছে।

মানহানির মামলায় গুজরাতের একটি আদালত দুই বছরের কারাদণ্ড দেয়ার পর লোকসভার সংসদ সদস্য পদ থেকে অযোগ্য ঘোষণা করা হয় রাহুল গান্ধীকে। এর দুই দিন পরই লোকসভার হাউজিং প্যানেল থেকে এই নোটিশ দেয়া হয়েছে। খবর এনডিটিভির।

যদিও ভারতীয় জাতীয় কংগ্রেস জানিয়েছে, তারা এখনো নোটিশটি হাতে পায়নি। এছাড়া গুজরাটের আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। আপিল করার জন্য ৩০ দিন সময় দেয়া হয়েছিল।

কংগ্রেসের সংসদ সদস্য ও দলের মুখপাত্র ড. নাসির হুসেন বলেন, বিজেপির কাছ থেকে এটি প্রত্যাশিত ছিল। কারণ ভিন্নমতের কণ্ঠরোধ করতে তারা সব ধরনের কৌশল অবলম্বন করে। তারা আমাদের একজন গুরুত্বপূর্ণ নেতাকে কুৎসিত উপায়ে সংসদ থেকে বের করে দিয়েছে এবং এটি নতুন কিছু নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App