×

আন্তর্জাতিক

ইসরাইলে বিক্ষোভ, চাপে নেতানিয়াহু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০৯:৩০ পিএম

ইসরাইলে বিক্ষোভ, চাপে নেতানিয়াহু

বিচারব্যবস্থায় সংস্কারের উদ্যোগের প্রতিবাদে ইসরাইলে বিক্ষোভ চলছে। ছবি: আলজাজিরা

ইসরাইলে বিচারব্যবস্থায় সংস্কারের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ চলছে। বিক্ষোভের মুখে ইসরায়েলের প্রধান বিমানবন্দর থেকে ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে। সেই সঙ্গে অনেক সেবা খাত বন্ধ হয়ে গেছে।

এদিকে, সোমবার (২৭ মার্চ) সকালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। আলোচনা চলছে গণবিক্ষোভের মুখে বিচারক নিয়োগে পরিবর্তনের যে উদ্যোগ তিনি নিয়েছেন, তা আপাতত স্থগিত রাখতে পারেন। তবে নেতানিয়াহুর জোট সরকারের উগ্র ডানপন্থী একটি দল বলেছে, ‘নৈরাজ্যের’ কাছে তার নতিস্বীকার করা উচিত হবে না। খবর আলজাজিরা, বিবিসির।

ইসরায়েলের প্রভাবশালী সেনাবাহিনীসহ প্রায় সব অঙ্গন থেকেই বিচারব্যবস্থায় পরিবর্তনের উদ্যোগের বিরোধিতা আসছে। দেশটির স্মরণকালের ‘সবচেয়ে ডানপন্থী সরকার বিচারক নিয়োগের কমিটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠার জন্য এই পরিবর্তন আনার পরিকল্পনা করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App