‘প্রলয়’ গ্যাংয়ের সাকিব-দুর্জয় কারাগারে

আগের সংবাদ

কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

পরের সংবাদ

র‍্যাবের হাতে আটক নারীর মৃত্যু

মামলার বিষয়ে জানতে চাইলেন হাইকোর্ট

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩ , ৫:৩৭ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৭, ২০২৩ , ৫:৩৭ অপরাহ্ণ

নওগাঁয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হাতে আটকের পর সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য নিয়ে ১৫ মিনিটের মধ্যে তা আদালতকে জানাতে বলা হয়। সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদকে এ বিষয়ে নির্দেশ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বিত হাইকোর্ট বেঞ্চ।

সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় প্রকাশিত প্রতিবেদন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক উত্থাপন করলে হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। মনোজ কুমার ভৌমিক আদালতকে বলেন, সুলতানা জেসমিনকে র‍্যাব সদস্যরা তুলে নেয়ার ৩১ ঘণ্টা পর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়