×

সারাদেশ

স্বাধীনতা দিবসে হাটহাজারী প্রেসক্লাবের শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৫:০১ পিএম

স্বাধীনতা দিবসে হাটহাজারী প্রেসক্লাবের শ্রদ্ধা

ছবি: ভোরের কাগজ

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করেছে হাটহাজারী প্রেসক্লাব।

রবিবার (২৬ মার্চ) সকালে কেন্দ্রীয় শহীদমিনারে শ্রদ্ধা নিবেদনের পর পৌরসভার কাচারি সড়কের আমির এরশাদ প্লাজার তৃতীয় তলায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবলু দাশ (ভোরের কাগজ), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী (সমকাল), কার্যনির্বাহী সদস্য শ্যামল নাথ (গিরিদর্পন), সদস্য মো. বোরহান উদ্দীন (যায়যায়দিন) প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আজ বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেয়ার দিন। মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন বক্তারা।

এতে আরও উপস্থিত ছিলেন মো. আবু শাহেদ, সুমন পল্লব, আকরাম, মাহমুদ আল আজাদ, আবুল মনসুর, এইচ এম এরশাদ, আবিদুল ইসলাম, আবু নোমান, শোয়াইব, সরেওয়ার, সোলায়মান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App