×

আন্তর্জাতিক

রাশিয়ার হুমকি মোকাবিলায় আকাশ প্রতিরক্ষায় চার নরডিক দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৪:০৭ পিএম

রাশিয়ার হুমকি মোকাবিলায় আকাশ প্রতিরক্ষায় চার নরডিক দেশ

ছবি: সংগৃহীত

সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড এবং ডেনমার্কের বিমানবাহিনীর কমান্ডারেরা বলেছেন, ঐক্যবদ্ধ নরডিক আকাশ প্রতিরক্ষা গড়ে তুলতে তাঁরা একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন। রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলার লক্ষ্যে এ বাহিনী কাজ করবে। গত শুক্রবার এ চার নরডিক দেশের সশস্ত্র বাহিনীর দেওয়া বিবৃতি থেকে এসব তথ্য জানা গেছে।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ড্যানিশ বিমানবাহিনীর মেজর জেনারেল জ্যান ড্যাম বলেন, গত বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে চলমান রুশ অভিযানকে কেন্দ্র করে চার দেশের বিমানবাহিনীকে ঐক্যবদ্ধ করার পদক্ষেপ নেওয়া হয়। তিনি আরও বলেন, ‘আমাদের সমন্বিত বাহিনীকে বড় একটি ইউরোপীয় দেশের সঙ্গে তুলনা করা যায়।’

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ

নরওয়ের কাছে ৫৭টি এফ-১৬ যুদ্ধবিমান এবং ৩৭টি এফ-৩৫ যুদ্ধবিমান আছে। এ ছাড়া আরও ১৫টি এফ-৩৫ যুদ্ধ বিমান কিনছে তারা। ফিনল্যান্ডের কাছে ৬২টি এফ/এ-১৮ হরনেট যুদ্ধ বিমান আছে। আরও ৬৪টি এফ-৩৫ যুদ্ধ বিমান কিনছে তারা। ডেনমার্কের কাছে আছে ৫৮টি এফ-১৬ যুদ্ধবিমান। দেশটি আরও ২৭টি এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে। সুইডেনের কাছে আছে ৯০টির বেশি গ্রিপেন যুদ্ধবিমান। তবে এসব যুদ্ধবিমানের মধ্যে কতগুলো সচল আছে, তা স্পষ্ট করে জানা যায়নি।

গত সপ্তাহে জার্মানিতে রামস্টেইন বিমানঘাঁটিতে সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড এবং ডেনমার্কের বিমানবাহিনীর মধ্যে সমঝোতা চুক্তিটি স্বাক্ষর হয়। ন্যাটো এয়ার কমান্ডের প্রধান জেনারেল জেমস হেকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওই অঞ্চলে মার্কিন বিমানবাহিনীরও তদারকি করেন তিনি।

গত বছর সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড। তবে তুরস্ক ও হাঙ্গেরির কারণে তা ঝুলে আছে। তুরস্ক ও হাঙ্গেরি এখনো সুইডেন ও ফিনল্যান্ডের সদস্য পদ অনুমোদন করেনি।

নরডিক বিমানবাহিনীর কমান্ডারেরা গত নভেম্বরে সুইডেনে একটি বৈঠক করেন। সেখানে তারা নিবিড় সহযোগিতা নিয়ে আলোচনা করেছিলেন।

ড্যাম বলেন, আমাদের আকাশসীমায় নজরদারি ব্যবস্থাকে আরও সমন্বিত করা যাবে কি না, তা দেখা হচ্ছে। যেন আমরা একে অপরের নজরদারি ব্যবস্থা থেকে তথ্য নিতে পারি এবং তা সমন্বিতভাবে ব্যবহার করতে পারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App