×

জাতীয়

ভৌগোলিকভাবে হলেও অর্থনৈতিক স্বাধীনতা অর্জিত হয়নি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৮:৪৫ পিএম

ভৌগোলিকভাবে হলেও অর্থনৈতিক স্বাধীনতা অর্জিত হয়নি

ছবি: ভোরের কাগজ

মহান স্বাধীনতা দিবসের ৫২ বছর পূর্তি উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশের সমাজতান্ত্রিক জোট বাসদ। বাম এ জোটের পক্ষ থেকে রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণকালে আরও উপস্থিত ছিলেন সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, মানস নন্দী, সিপিবি নেতা ডা. সাজেদুল হক রুবেল, অ্যাড. আনোয়ার হোসেন রেজা ও বাসদ নেতা মাঈন উদ্দিন চৌধুরী, আনোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

এর পরে স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বাসদ এর পক্ষ থেকে বুধবার সকালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় দলটির নেতারা বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে স্বাধীনতাকামী জনগণ লড়াই করে দেশ স্বাধীন করেছে। অথচ গত ৫২ বছরে মুক্তিযুদ্ধের সেই ঘোষণা অঙ্গীকার আজও বাস্তবায়িত হয়নি। পুঁজিবাদী মুক্তবাজারী অর্থনীতিতে দেশ পরিচালনার ফলে সাম্যের পরিবর্তে বৈষম্য আজ আকাশ চুম্বি, মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত ও সামাজিক ন্যায় বিচারের বাণী নিরবে কাঁদে। আমরা ভৌগোলিকভাবে স্বাধীন হলেও অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করতে পারিনি।

বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণকালে আরও উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য খালেকুজ্জামান লিপন, মাঈন উদ্দিন চৌধুরী ও কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য ওসমান আলী, শাহাজান কবীর, সৌমিত্র কুমার দাস, নাসির উদ্দিন প্রিন্স প্রমুখ নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App