×

সারাদেশ

উন্নয়নের ছোঁয়ায় গ্রাম হবে শহর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৬:০৯ পিএম

উন্নয়নের ছোঁয়ায় গ্রাম হবে শহর

ছবি: ভোরের কাগজ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়ায় গ্রাম আর গ্রাম থাকবে না, গ্রাম হবে শহর। গ্রামের মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেয়া হবে শহরের সকল ধরনের সুযোগ-সুবিধা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রাম ও শহরের বৈষম্য দূর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের নলজুর নদীর ওপর রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন আর্চ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্থও স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন কালে রবিবার (২৬ মার্চ) সকালে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা নির্বাহি কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মিজানুর রশিদ ভুঞা, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ প্রমুখ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১৩ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে কিশোরগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান ভাটি বাংলা এন্টারপ্রাইজ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলা সদর ও সুনামগঞ্জ পৌর শহরের প্রবেশমুখ নলজুর নদীর ওপর গুদামের সামনের সড়কে ১৯৮৯ সালে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে একটি সেতু নির্মাণ করা হয়। সরু এ সেতু দিয়ে যান চলাচল করতে যানজটের সৃষ্টি হয়।

উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সেতু নির্মাণের উদ্যোগ নেয়। ৬০ মিটার দৈর্ঘ্য ও ১১.২৫ মিটার প্রস্ত সেতুর দুই পাশে ফুটপাত ও লাইটিং থাকবে। মূলত রাজধানীর হাতির ঝিলের আদলেই দৃষ্টিনন্দনভাবে এ সেতুটি নির্মিত হবে।

জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত আবুল হোসেন লালন বলেন, রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন সেতুটি বাস্তবায়িত হলে পৌর শহরের সৌন্দর্য বাড়াবে এবং শহরের যানজট নিরসন হবে বলে আশা করছি। জনগুরুত্বপূর্ণ এ সেতু নির্মাণের উদ্যোগ নেয়ায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের প্রতি জগন্নাথপুরবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হাসান বলেন, জগন্নাথপুর উপজেলা সদরের পৌর এলাকার যানজট নিরসনে খাদ্য গুদাম এলাকায় সরু সেতু ভেঙে হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন আর্চ সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App