চলতি বছর দিওয়ালিতে টাইগার ফ্র্যাঞ্চাইজির ‘টাইগার থ্রি’ নিয়ে আবারও দর্শকদের মন ভরাতে পর্দায় আসছেন সালমান-ক্যাটরিনা জুটি। তবে এটাই নাকি এই জুটির শেষ সিনেমা। যার সুবাদে বলিউডে পা রেখেছিলেন ক্যাটরিনা কাইফ, পেয়েছিলেন তারকা খ্যাতি, সেই সালমান খানের সঙ্গে আর কোনো সিনেমায় অভিনয় করবেন না তিনি। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।
একটা সময় প্রেমের সম্পর্কে ছিলেন জনপ্রিয় এই তারকা জুটি। যদিও সেই প্রেম পরিণতি পায়নি। সব জল্পনা-কল্পনা দূর করে ২০২১ সালের শেষ দিকে ভিকি কৌশলের সঙ্গে ঘর বাঁধেন ক্যাট। বিয়ের পর ‘টাইগার থ্রি’তে সালমানের সঙ্গে অভিনয়ও করেছেন এই অভিনেত্রী। আর এতেই নাকি আপত্তি ভিকির।
জানা গেছে, স্ত্রী ক্যাটরিনা তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে সিনেমায় কাজ করুক তা চান না ভিকি। এ কারণেই আপত্তি জানিয়েছেন তিনি। এদিকে ক্যাটরিনাও স্বামীর ইচ্ছাকে শ্রদ্ধা জানিয়ে সিদ্ধান্ত নিয়েছেন আর অভিনয় করবেন না সালমানের সঙ্গে।
ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষক উমাইর সিন্ধু এক টুইট বার্তায় জানান, ‘ক্যাটরিনা কাইফ বলেছেন, “টাইগার থ্রি” সালমান খানের সঙ্গে তার শেষ সিনেমা। এরপর তার সঙ্গে আর কোনো কাজ করবেন না।’ ভিকি কৌশল ক্যাটরিনাকে সালমানের সঙ্গে কাজ করা নিয়ে সতর্ক করেছেন। এ কারণেই নাকি ক্যাটরিনা এই সিদ্ধান্ত নিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।