সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে মালয়েশিয়ার সিনেমা ‘ইমাজিনুর’। গত ২৩ ফেব্রুয়ারি ৭০টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। চার সপ্তাহের ব্যবধানে বক্স অফিসে ৬০ লাখ মালয়েশিয়ান রিঙ্গিতের মাইলফলক ছুঁয়েছে এ সিনেমা।
এতোটা সাড়া পাবেন বলে ভাবেননি নির্মাতা নিক আমির মুস্তাফা। মনেকরে ছিলেন, মেরেকেটে সর্বোচ্চ ১০ লাখ রিঙ্গিত ব্যবসা করবে। নিক আমির মুস্তাফা বলেন, ‘স্বাধীন নির্মাতা হিসেবে সিনেমার প্রচারের জন্য আমার কাছে যথেষ্ট অর্থ ছিল না। ফলে দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়া প্রচারের ওপরই নির্ভর করতে হয়েছে। এতটা সাড়া পাব, ভাবতেই পারিনি।’
এটি আমির মুস্তাফার তৃতীয় চলচ্চিত্র। আগের দুই সিনেমা ‘কিল’ ও ‘তারবাইক দারি লাঙ্গিত’ পাঁচ লাখ রিঙ্গিতের বেশি ব্যবসা করতে পারেনি।
বাণিজ্যিক সাফল্যের সঙ্গে দর্শকের হৃদয়ও ছুঁয়েছে ‘ইমাজিনুর’। জুহাল নামের তরুণকে ঘিরে সিনেমার গল্প, যিনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে সম্মোহনের (হিপনোসিস) দিকে ঝুঁকে পড়েন। তিনি সেখান থেকে স্বাভাবিক জীবনে ফিরতে মরিয়া হয়ে ওঠেন, এর মধ্যেই তাঁর জীবনে নূর নামে এক তরুণীর আবির্ভাব ঘটে।
জুহাল চরিত্রে অভিনয় করেছেন বেতো কুসাইরি, নূর চরিত্রে ডায়ানা ড্যানিয়েলা। টুইটারে এক দর্শক লিখেছেন, ‘সিনেমাটি আরও মানুষের দেখা উচিত। সিনেমাটি শেষ হওয়ার পর আমি ও আমার সঙ্গী একে অপরের দিকে তাকিয়ে ছিলাম। কোনো কথা বলতে পারিনি আমরা, একে অপরের হাত ধরে ছিলাম আর চোখ গড়িয়ে জল পড়ছিল।’
ইমাজিনুরকে মালয়েশিয়ান চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা হিসেবে অভিহিত করছেন সমালোচকেরা। আইএমডিবিতে সিনেমাটির রেটিং ৮। একজন লিখেছেন, ‘আমার দেখা এটিই মালয়েশিয়ার সেরা সিনেমা।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।