ইউক্রেনে যুদ্ধ বন্ধ করুন: এরদোগান

আগের সংবাদ

সবুজ রক্ষায় একসঙ্গে ১০ দেশে সবুজ প্রাচীর

পরের সংবাদ

শরীয়তপুরে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩ , ৭:২৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৬, ২০২৩ , ৯:৩৩ অপরাহ্ণ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বজ্রপাতে ৩ জেলের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার ঘড়িসার ইউনিয়নের বারকুশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিতরা হলেন- নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের এলাহি বক্স ওঝার ছেলে সিরাজ ওঝা, আবুল বাসার মাঝির ছেলে শাহিন মাঝি ও হাসেম শেখের ছেলে শাহিন শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাজু মাঝির পুকুরে বিকেলে মাছ ধরার জন্য যায় সিরাজ ওঝা, শাহিন মাঝি ও শাহিন শেখ। মাছ ধরার সময় বজ্রপাত ঘটলে গুরুতর আহত হন তিন জেলে। পরে স্থানীয়রা নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু বলে ঘোষণা করেন।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদউজ্জামান জানান, বজ্রপাতে তিন জেলের মৃত্যুর খবর পেয়েছি। নিহত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

ডি- এইচএ/এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়