কিছু করতে গেলেই তারা টাকা দিয়ে ম্যানেজ করে নেয়

আগের সংবাদ

সন্ধ্যার সংবাদ বিশ্লেষণ: মহান স্বাধীনতা দিবস

পরের সংবাদ

স্বাধীনতা দিবসে ভ্লাদিমির পুতিন

রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩ , ৭:৪১ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৬, ২০২৩ , ৭:৪৪ অপরাহ্ণ

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দেওয়া এ শুভেচ্ছা বার্তায় পুতিন বাংলাদেশের মানুষের শান্তি ও মঙ্গল কামনাকরেন। পাশাপাশি তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন।

রবিবার (২৬মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও টেলিগ্রামে পুতিনের বার্তা প্রকাশ করেছে ঢাকার রুশ দূতাবাস।

পুতিন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় ছুটির দিনে—স্বাধীনতা দিবসে, অনুগ্রহ করে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আমাদের ২ দেশের সম্পর্ক বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধার ভালো ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমি আত্মবিশ্বাসী, যে (২ দেশের) গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি রাশিয়া ও বাংলাদেশের জনগণের মৌলিক স্বার্থ-পূরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা গড়ে তোলার ধ্যান-ধারণার সঙ্গে সমন্বিত।

পুতিন আরও বলেন, ‘আমি আপনাদের সুস্বাস্থ্য ও সাফল্য এবং আপনাদের দেশের জনগণের শান্তি ও মঙ্গল কামনা করছি।’

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়