মাছে মজা

আগের সংবাদ

ইফতারিতে ভিন্নতা

পরের সংবাদ

বড় তারকাদের সঙ্গে কাজ নিয়ে যা বললেন রাকুল

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩ , ১২:১৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৬, ২০২৩ , ১২:১৬ অপরাহ্ণ

হিন্দি, তামিল, তেলেগুসহ ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষার সিনেমাতেও নিয়মিত মুখ রাকুল প্রীত সিং। বলিউডে অমিতাভ বচ্চন, অজয় দেবগন, দক্ষিণ ভারতে আল্লু অর্জুন, সুরিয়ার মতো তারকার সঙ্গে নিয়মিত কাজ করেন এ অভিনেত্রী। সম্প্রতি বড় তারকাদের সঙ্গে কাজ করা নিয়ে মুখ খুললেন রাকুল।

গত বছর রাকুল প্রীত সিং অভিনয় করেন ‘রানওয়ে ৩৪’ সিনেমায়। ছবিটিতে তাঁর সহকর্মী ছিলেন অমিতাভ বচ্চন ও অজয় দেবগন। ছবিটি বক্স অফিসে হিট না হলেও ওটিটিতে মুক্তির পর ব্যাপক প্রশংসা পায়।

একইভাবে ‘কিক ২’ ছবিতে রবি তেজার সঙ্গে দেখা যায় রাকুলকে, সুরিয়ার সঙ্গে করেন ‘এনজেকে’। গত বছর মুক্তি পাওয়া আরেকটি সিনেমা ‘কাঠপুতলি’ করেন অক্ষয় কুমারের সঙ্গে।

বড় তারকাদের সঙ্গে কাজ করতে গিয়ে তাঁর মতো তরুণ অভিনয়শিল্পীর কী মনে হয়?-এমন প্রশ্ন করা হলে উত্তরে রাকুল বলেন, ‘সত্যি বলতে কি, কোনো চাপই অনুভব করি না। এই চাপের ব্যাপারটি মানুষের অনুমান, যা অনেক দিন ধরেই চলে আসছে। কিন্তু ইন্ডাস্ট্রির বড় তারকাদের সঙ্গে কাজ করতে গিয়ে আলাদা কিছু মনে হয় না।’

রাকুল আরও বলেন, ‘আপনি যখন কাজের প্রতি নিবেদিতপ্রাণ থাকবেন, তখন কেবল ভালো কাজই করতে চাইবেন; অন্য কিছু মাথায় থাকবে না।’

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়