মাত্র দুই মাস হলো সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। স্টাইল আইকন বিভাগে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন সিদ্ধার্থ। আর এজন্য লাল গালিচায় হাঁটতে হয় তাকে। মঞ্চে উঠে পুরস্কার হাতে নিয়েই স্ত্রী কিয়ারাকে পুরস্কারটি উৎসর্গ করেন এই অভিনেতা।
এসময় সিদ্ধার্থ বলেন, ‘বিয়ের পরে এটা আমার দ্বিতীয় অ্যাওয়ার্ড। প্রথম অ্যাওয়ার্ড পেয়েছিলাম সেরা অভিনেতা হিসেবে। এটা সেরা স্টাইল আইকনের। আমার মনে হয়, আমরা স্ত্রী খুশি হবে।’ খবর হিন্দুস্থান টাইমসের।
অনুষ্ঠানে সঙ্গে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সিদ্ধার্থের পাশেই ছিলেন কিয়ারা। জানা যায়, ‘আরআরআর’ খ্যাত রাম চরণের সঙ্গে ‘আরসি১৫’ সিনেমায় কাজ করছেন এই অভিনেত্রী। ওই সিনেমার শুটিং চলার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। তবে সিদ্ধার্থের পুরস্কার পাওয়ায় উচ্ছ্বসিত কিয়ারা।
মঞ্চে সিদ্ধার্থের বক্তব্য রাখার একটি ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন কিয়ারা। সেখানে তিনি লিখেন, ‘আমার মনের সবটা জুড়ে রয়েছে ও!’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।