১০ বছরের অপোর অবসান ঘটিয়ে দক্ষিণ কোরিয়ায় চালু হলো অ্যাপল পে।
এ প্রসঙ্গে অ্যাপলের ডিজিটাল ওয়ালেট পরিষেবার শীর্ষ কর্মকর্তা ডানকান ওলবি বলেন, কোরিয়ায় অ্যাপল পে চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের প্রথম ইস্যুকার হুন্দাই কার্ড দিয়ে এ যাত্রা শুরু হলো।
ব্যবহারকারীরা এর মাধ্যমে কফি শপ, ডিপার্টমেন্ট স্টোর বা সুপারমার্কেটে বিল পেমেন্ট করতে পারবেন। পরিষেবাটি চালুর দিনই ১ লাখ ৭০ হাজার ব্যবহারকারী অ্যাপল পের জন্য রেজিস্ট্রেশন করেছেন।
সূত্র: দ্য কোরিয়া হেরাল্ড
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।