স্বাধীনতা দিবসের কেক কাটলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

আগের সংবাদ

শরীয়তপুরে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

পরের সংবাদ

ইউক্রেনে যুদ্ধ বন্ধ করুন: এরদোগান

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩ , ৭:২১ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৬, ২০২৩ , ৭:২১ অপরাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধ করার পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান।

ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে পুতিনের সঙ্গে শনিবার (২৫ মার্চ) ফোনালাপে এ কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। খবর ডেইলি সাবাহর।

এ সময় পুতিন এরদোগানকে এবং তুরস্কের মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।

এরদোগান বলেন, বিশ্বব্যাপী খাদ্য মূল্যে স্থিতিশীলতা বজায় রাখতে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য চুক্তির মেয়াদ বাড়ানো রাশিয়ার একটি ইতিবাচক মনোভাব।

তিনি বলেন, তুরস্ক আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান চায়। এ সময় এর গুরুত্ব পুতিনের কাছে তুলে ধরেছেন প্রেসিডেন্ট এরদোগান।

কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফাতানি নিয়ে যে চুক্তি হয়েছে, তা পুনরায় বাড়ানোর জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান তুর্কি প্রেসিডেন্ট। ইউক্রেনের শস্য চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রেও তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কৃষ্ণসাগর হয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানি পুনরায় শুরু করতে গত বছরের ২২ জুলাই ওই চুক্তিতে উপনীত হয় রাশিয়া ও ইউক্রেন।

চুক্তিতে ইউক্রেনীয় খাদ্যশস্যের পাশাপাশি রাশিয়ায় উৎপাদিত খাদ্যশস্য এবং সারও বিশ্ববাজারে পৌঁছানোর কথা বলা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়