×

সারাদেশ

সংবিধানে কর্মকর্তা বলে কোনো শব্দ নেই, সবাই কর্মচারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ০৭:৪৯ পিএম

সংবিধানে কর্মকর্তা বলে কোনো শব্দ নেই, সবাই কর্মচারী

ছবি: শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সংবিধানে কর্মকর্তা বলে কোনো শব্দ নেই, সবাই কর্মচারী

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, আমাদের সংবিধানে কর্মকর্তা বলে কোন শব্দ নেই৷ আইনগতভাবে সবাই আমরা কর্মচারী। আমরা একটু খুশি হওয়ার জন্য কর্মকর্তা বলি। কিন্তু দেশের জমগনই আমাদের প্রভু, আমাদের কর্তা। তাদেরকে সম্মান করতে হবে৷ তাদের সেবা করতে হবে৷ মনে রাখতে হবে এই দেশের জনগনই এই দেশের মালিক। সুতরাং সরকারি কর্মচারীরা অযথা জনগণের সম্পদ নষ্ট করতে পারবেন না৷ তাদের প্রধান কাজই জনগণের সেবা করা।

শনিবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহীদ তালেব ও কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। গ্রামাঞ্চলের মানুষের শ্রেষ্ঠ বন্ধু শেখ হাসিনা। তিনি গ্রামাঞ্চলের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। বাংলাদেশের উন্নয়ন অবধারিত। পা পা করে সামনে এগিয়ে যাচ্ছে দেশ। ভারতের চেয়েও আমরা এগিয়ে। বিদ্যুৎ ঘরে ঘরে দিয়েছি আমরা যা ভারত পাকিস্তানেও নেই। আরও অনেক কিছুতেই এগিয়ে আছি আমরা।

মন্ত্রী আরো বলেন, কাজের মাধ্যমেই দেশটাকে সুন্দরভাবে সাজাতেই চাই আমরা। আমাদের বীর সৈনিকরা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তাদের প্রতি আজীবন কৃতজ্ঞতা স্বীকার কর‍তে হবে৷তাদেরকে মনে রাখতে হবে৷ স্বাধীনতার মহানায়ক জাতির পিতার আদর্শকে বুকে লালন করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাইকে এগিয়ে আসতে হবে৷

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, ওসি খালেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ৷

অপর এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেন, শিক্ষার গুনগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সরকার৷ আমরা চাই সকল বাঙ্গালী শিক্ষিত হবে। যাতে কেউ অক্ষরজ্ঞানহীন না থাকে৷এটাই আওয়ামী লীগের মূল লক্ষ্য।

[caption id="attachment_417522" align="alignnone" width="1411"] শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি[/caption]

মন্ত্রী বলেন, শেখ হাসিনা আমাদের একজন। তিনি আমাদের ঘরের মানুষ। এ জন্য আমরা তার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য যা করার সব করছি আমরা৷ শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করতে, আমাদের পরিকল্পনা আছে সকল বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাপড় দিব। আমাদের কাছে শিক্ষার্থী। অগ্রাধিকার।

শনিবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ঈশাখপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে ৩ কোটি ৪২ লক্ষ ৪০ হাজার ১ শত টাকা ব্যয়ে নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের যেদিকেই থাকানো যায় উন্নয়ন আর উন্নয়ন৷ আমাদের সরকারের দায়িত্ব হল কোন তারতম্য না রাখা। মানুষে মানুষে সম্প্রীতি তৈরি করা। এক শ্রেণীর লোক আছে যারা দেশকে ভালোবাসেনা। তারা এদেশে খায়, এদেশে রোজগার করে আর মুখে বলে এদেশ ভালো না। এটা ঠিক না। আমাদের দেশ আমাদের জন্য শ্রেষ্ঠ। যারা এসব মিথ্যাচার করে এদের থেকে দূরে থাকতে হবে৷

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, ওসি খালেদ চৌধুরী, দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক গঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App