×

জাতীয়

ডিআরইউতে থাইরয়েড স্ক্রিনিং ক্যাম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ০৯:০৯ পিএম

ডিআরইউতে থাইরয়েড স্ক্রিনিং ক্যাম্প

ছবি: ভোরের কাগজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিনামূল্যে থাইরয়েড স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডিআরইউয়ের এই আয়োজনে সহযোগিতা করেছে ইউথাইরয়েড (থাইরয়েড টাস্ক ফোর্স), বাংলাদেশ অ্যান্ডোক্রাইন সোসাইটি।

শনিবার (২৫ মার্চ) ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম। ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।

ডা. শাহাজাদা সেলিম বলেন, বাংলাদেশের ২৫ ভাগ মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত। সচেতনতার অভাবে এই রোগ সম্পর্কে মানুষের ধারণা নেই। বাচ্চাদের মেধা বিকাশের জন্য এই রোগের সম্পর্কে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ।

থাইরয়েড চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সদস্যদের অনুরোধে আগামী ২৫ মে আবারো এই রোগের স্ক্রিনিং করানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App