×

জাতীয়

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত খালেদা মনযূর-ই-খোদা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ০৯:২৮ পিএম

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত খালেদা মনযূর-ই-খোদা

বেগম খালেদা মনযুর-ই খুদার হাতে একুশে পদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত খালেদা মনযূর-ই-খোদা। শনিবার (২৫ মার্চ) দুপুর আড়াইটায় গুলশানে নিজ বাসভবনে মারা যান তিনি। ২০২৩ সালে বাংলাদেশ সরকার তাকে ‘ভাষা আন্দোলনে’ অবদানের জন্য একুশে পদকে ভূষিত করেন। খালেদা মনযূর-এ-খুদার আদিনিবাস পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার কাজী পাড়া গ্রামে। তার বাবার নাম মৌলভী কাজি গােলাম মােহাম্মদ ও মায়ের নাম নুরুন্নেসা খাতুন বিদ্যা বিনােদিনী। ড. কুদরত ই খুদার ছেলে মনযুর-ই-খুদাকে বিয়ের পর তিনি খালেদা মনযূর-এ-খুদা নামে পরিচিতি লাভ করেন। তিনি ঢাকায় দর্শনশাস্ত্রে লেখাপড়া শেষ করে লন্ডনে মনােবিজ্ঞান নিয়ে পড়াশুনা করেন। পরবর্তীতে কানাডার মন্ট্রিলে ‘ধর্মের ইতিহাস ও দর্শন’ বিষয়ে উচ্চশিক্ষা লাভ এবং ‘বাংলাদেশ সৃষ্টির পটভূমি হিসাবে ইসলাম’ নিয়ে গবেষণা সম্পন্ন করেন। তিনি সূর্যোদয় শিশুকানন ও গৃহিণী শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। খালেদা মনযূর-এ-খুদা চীনকে চিনে এলাম, সভ্য দেশের বুনো কাহিনি আমেরিকার কাল্ট, আপন ভুবনেসহ বিভিন্ন বই ও প্রবন্ধ রচনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App