রূপপুরে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার, নারী আটক

আগের সংবাদ

হোয়াইট হাউসে সেরা বিতার্কিক বাংলাদেশি রাকিব

পরের সংবাদ

সিশেলসকে হারালো বাংলাদেশ

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩ , ৬:১১ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৫, ২০২৩ , ৬:১৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। শনিবার (২৫ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে তারিক কাজীর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। বেশকিছু সহজ সুযোগ নষ্ট করে বাংলাদেশ। অন্যদিকে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে থাকে সিশেলস। তবে গোলের দেখা পায় না কেউ। ম্যাচের ৩৬ মিনিটে ডান দিকে ক্রস করেন রাকিব। তবে তা চলে যায় পোস্টের বাইর দিয়ে।

ম্যাচের ৪২ মিনিটে সিশেলসের ডি বক্সের বাইরে থাকে ফ্রি কিক পায় বাংলাদেশ। ফ্রি কিক থেকে ডি বক্সে বল বাড়ান অধিনায়ক জামাল ভূঁইয়া। সেখানে সিশেলসের ডিফেন্ডার হেড করে। সেখান থাকে বল যায় তারিক কাজির কাছে। সেখান থেকে হেড করে বল জালে জড়ান তারিক। এরপর আর কোন গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে অনেক অপেক্ষা শেষে এলিটা কিংসলেকে মাঠে নামান বাংলাদেশর কোচ হ্যাবিয়ার ক্যাবরেরা। বিরতি থেকে ফিরে লিড বাড়ানর লক্ষ্য নিয়ে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচে গোলের দারুণ সুযোগ পান এলিটা কিংসলে। মতিনের বাড়ানো পাস থেকে শট করেন এলিটা। তবে তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

এরপর ম্যাচের ৮৬ মিনিটে বাংলাদেশের ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় সিশেলস। সেই ফ্রি কিক থেকে নেওয়া শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। অন্যদিকে ম্যাচের ৮৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শট করে এলিটা। তবে তা রুখে দেন সিশেলস গোলরক্ষক। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়