যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে অন্তত ২৩ জন মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) স্থানীয় সময় রাতে টর্নেডোটি আঘাত হানে। এতে বহু লোক আহত হয়েছেন এবং চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মিসিসিপি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি। এছাড়া, বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।
টর্নেডোর কারণে বেশ কয়েকটি গ্রামীণ শহরে ধ্বংসযজ্ঞ হয়েছে। সেখানে গাছ ও বিদ্যুতের লাইন ভেঙে গেছে। কয়েক হাজার বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। এছাড়া, মিসিসিপিতে ভারী বৃষ্টিপাত ও গলফ বলের আকারের শিলাবৃষ্টির খবরও এসেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।