আখাউড়ায় একই দিনে দুই আত্মহত্যা

আগের সংবাদ

চীন-যুক্তরাষ্ট্র ‘দূরত্ব বাড়ছেই’

পরের সংবাদ

যুক্তরাষ্ট্রে চকলেট কারখানায় বিস্ফোরণ, নিহত ২

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩ , ৪:৩০ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৫, ২০২৩ , ৪:৩৮ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের পেনসিলভেইনিয়ার একটি চকলেট কারখানায় বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ মার্চ) অঙ্গরাজ্যটির ওয়েস্ট রিডিংয়ের এই ঘটনায় আরো নয়জন নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিস্ফোরণের মুহূর্তে ধারণ করা ভিডিওতে আকাশের দিকে অগ্নিশিখা, ধোঁয়া, ধূলা ও আবর্জনা ছিটকে উঠতে দেখা গেছে। খবর রয়টার্সের।

ওয়েস্ট রিডিংয়ের পুলিশ প্রধান ওয়েন হোল্ডেন এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, ঘটনাস্থলে এখনো উদ্ধার তৎপরতা চলছে। স্থানীয় গণমাধ্যমে প্রদর্শিত ফুটেজে রাস্তায় আবর্জনার স্তূপ ও বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরও আগুন জ্বলতে দেখা গেছে।

আরএম পামার কোম্পানির কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। কোম্পানিটির ওয়েবসাইটে বলা হয়েছে, তারা ১৯৪৮ সাল থেকে ক্যান্ডি তৈরি করে আসছে এবং তাদের কর্মী সংখ্যা ৮৫০ জন।

পুলিশ কর্মকর্তা হোল্ডেন জানিয়েছেন, বিস্ফোরণে পামার কোম্পানির দুই নম্বর ভবন ধ্বংস হয়ে গেছে। আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজন নিহত ও নয়জন আহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

ওয়েস্ট রিডিংয়ের অবস্থান ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়