বধ্যভূমি দখলদারদের বিরূদ্ধে ব্যবস্থা নেয়া হবে

আগের সংবাদ

রূপপুরের এমডির গাড়িতে চালকের বস্তাবন্দি মরদেহ

পরের সংবাদ

বিজেপির কাছে ক্ষমা চাইবেন না রাহুল

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩ , ৫:১২ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৫, ২০২৩ , ৫:১২ অপরাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘কটূক্তির’ জেরে তাকে ক্ষমা প্রার্থণা করতে বলেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হাইকমান্ড। এর জবাবে রাহুল গান্ধী বলেন, আমার নাম ‘সাভারকার’ নয়। আমি একজন গান্ধী। ক্ষমা চাইবো না।

ভারতের পার্লামেন্ট থেকে অযোগ্য ঘোষিত হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রাহুল গান্ধী। বিপরীতে বিজেপিকে সব দিক থেকে আক্রমণ করেন তিনি। রাহুল জানান, তার বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভয় পান। তাই তাকে পার্লামেন্ট থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। খবর এনডিটিভির।

তিনি আরো বলেন, আদানি ইস্যু থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে আমাকে অযোগ্য করা হয়েছে ও অভিযোগ সাজিয়েছেন মন্ত্রীরা। এটা পুরোটাই একটা খেলা। এই সরকারের সময়ে দেশই হলো আদানি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়