যুক্তরাষ্ট্রে চকলেট কারখানায় বিস্ফোরণ, নিহত ২

আগের সংবাদ

২৫-২৬ মার্চের চেতনা ধারণ করে না বিএনপি

পরের সংবাদ

চীন-যুক্তরাষ্ট্র ‘দূরত্ব বাড়ছেই’

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩ , ৪:৩৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৫, ২০২৩ , ৪:৩৬ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান সন্দেহভাজন একটি চীনা গোয়েন্দা বেলুনকে গুলি করে ভূপাতিত করার পর গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, প্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তির মধ্যে জমে থাকা মেঘ সরাতে এই বিষয় নিয়ে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন।

পাঁচ সপ্তাহ পেরিয়ে গেছে, ওই কথোপকথন এখনও হয়নি। খবর রয়টার্সের।

উল্টো, বেলুনকাণ্ডকে ঘিরে দুই মাসের কূটনৈতিক টানাপোড়েন আর গত সপ্তাহে মস্কোতে শি জিনপিংয়ের সফর যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের ফাটল যে আরো চওড়া হয়েছে, তাই দেখাচ্ছে। কারও কারও মতে ১৯৭০ এর দশকে বেইজিং-ওয়াশিংটন সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর দুই দেশের মধ্যে এতটা দূরত্ব আর কখনোই তৈরি হয়নি।

এপ্রিলের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের যাত্রাবিরতি পরিস্থিতিকে আরও জটিলতার দিকে ঠেলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লাতিন আমেরিকা থেকে ফেরার পথে ক্যালিফোর্নিয়ায় নেয়া যাত্রাবিরতিতে সাই মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার কেভিন ম্যাককার্থির সঙ্গে দেখাও করতে পারেন, এই পরিকল্পনা সম্বন্ধে অবগত একাধিক সূত্র বলেছে সংবাদমাধ্যমটিকে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়