খালার জানাজা পড়ে বাড়ি ফেরা হলো না আপন ২ ভাইয়ের। শনিবার (২৫ মার্চ) রাত পৌনে ৭টায় হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ভাটি পাড়া এলাকায় সিএনজি (অটোরিক্সা) ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে আব্দুল মঈন (৬৫) ও আপন সহোদর তাজ উদ্দিন (৪৫) প্রাণ হারান।
নিহতরা বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত ছিলাপাঞ্জা গ্রামের মৃত কালাই উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার উজিরপুর গ্রামে খালার জানাজা শেষে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন আব্দুল মঈন ও তাজ উদ্দিন। ভাটিপাড়া নামকস্থানে এসে ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আপন ২ সহোদর প্রাণ হারান এবং চালকসহ অপর ৩ যাত্রী গুরুতর আহত হন। ঘটনাটি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।