ন্যাটোর সঙ্গে সংঘাত চায় না রাশিয়া

আগের সংবাদ

গণহত্যা দিবসের বিশেষ নাটক ‘একটি দুঃস্বপ্নের রাত’

পরের সংবাদ

ইফতার বিক্রি করলেন মাহি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩ , ৫:১০ পূর্বাহ্ণ আপডেট: মার্চ ২৫, ২০২৩ , ৫:১০ পূর্বাহ্ণ

গাজীপুরে নিজ রেস্টুরেন্টে ইফতার বিক্রি করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।

শুক্রবার (২৪ মার্চ) রমজানের প্রথম দিন বিকেলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তেলিপাড়া এলাকায় নিজের মালিকানাধীন ‘ফারিশতা’ রেস্টুরেন্টের ইফতার বিক্রিসহ যাবতীয় বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করে ‘ফারিশতা’ রেস্টুরেন্টের ইফতার আয়োজনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। স্বামী বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকার তার সঙ্গেই ছিলেন। ফেসবুক লাইভে রকিব সরকার সবাইকে ফারিশতা’র তৈরি ইফতার আয়োজনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

‘ফারিশতা’ রেস্টুরেন্টের ব্যবস্থাপক তানিম আহমেদ বলেন, সারাদিন রোজা রেখে ইফতার তৈরি করে আমরা মানে ফারিশতার স্টাফরা অনেকটাই ক্লান্ত ছিলাম, তবুও সবাই ইফতার তৈরিতে ব্যস্ত সময় পার করছিল। হঠাৎ ম্যাডাম (মাহিয়া মাহি) এসে আমাদের সঙ্গে যুক্ত হলেন, সবার সঙ্গে হাসিমুখে কথা বললেন, বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দিলেন। এতে সবার দেহে ক্লান্তির ছাপ থাকলেও ম্যাডামের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।

তিনি আরো বলেন, খাবারের গুণগত মান ঠিক রেখে স্বল্প দামে তিরিশের বেশি পদের ইফতার সামগ্রী নিয়ে সাজানো হয়েছে ফারিশতার ইফতার আয়োজন। বিক্রির প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়