×

জাতীয়

৫০ লাখ ডলার না দিলে বিমানের তথ্য প্রকাশের হুমকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ০৯:৪২ পিএম

রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ই-মেইল সার্ভার এক সপ্তাহ আগে হ্যাকারদের কবলে পড়েছে। এখন পর্যন্ত তা উদ্ধার করা যায়নি। বেহাত হওয়া সার্ভারে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস না করার বিনিময়ে বিমানের কাছে বড় অঙ্কের টাকা দাবি করেছে হ্যাকাররা। এই অর্থ দেয়ার জন্য বেঁধে দেয়া সময়ের মাত্র তিনদিন বাকি আছে। বিমানের অভ্যন্তরীণ সূত্র গণমাধ্যমের কাছে এসব তথ্য জানিয়েছে।

গত ১৭ মার্চ বিমানের ই-মেইল সার্ভার র‌্যানসমওয়্যারে আক্রান্ত হয়। র‌্যানসমওয়্যার হচ্ছে একধরনের ক্ষতিকর সফটওয়্যার প্রোগ্রাম বা ম্যালওয়্যার, যা কোনো কম্পিউটার, স্মার্টফোন বা ডিজিটাল ডিভাইসে সংরক্ষিত তথ্যে ঢুকতে বাধা দেয়। এই ম্যালওয়্যারে আক্রান্ত হলে ডিভাইস বন্ধ হয়ে যেতে পারে বা এতে থাকা তথ্য চুরি করে নিতে পারে ম্যালওয়্যারটি ছড়ানোর পেছনে থাকা হ্যাকাররা।

সূত্র জানিয়েছে, সার্ভার হ্যাকড হওয়ার পর থেকে কয়েক দফায় সতর্ক করে বিমানের কাছে অর্ধ কোটি ডলার চেয়েছে হ্যাকাররা। সার্ভার হাতিয়ে নিয়ে হ্যাকাররা ১৭ মার্চ বেলা সোয়া দুইটার দিকে বিমানকে প্রথম নিজেদের দাবির কথা জানায়। পরে ২১ মার্চ হ্যাকাররা জানায়, তাদের কাছে বিমানের ১০০ গিগাবাইটের বেশি ব্যক্তিগত ও গোপনীয় তথ্য রয়েছে। এছাড়া, বিমানের অভ্যন্তরীণ নেটওয়ার্ক থেকে অনেক তথ্য-উপাত্ত তারা ডাউনলোড করে রেখেছে। বিমান যদি তাদের দাবি মেনে না নেয়, তাহলে তারা নিজেদের ব্লগে এগুলো প্রকাশ করে দেবে।

২১ মার্চ হ্যাকাররা জানিয়েছে, তাদের কাছে বিমানের ১০০ গিগাবাইটের বেশি ব্যক্তিগত ও গোপনীয় তথ্য রয়েছে। এ ছাড়া বিমানের অভ্যন্তরীণ নেটওয়ার্ক থেকে অনেক ডেটাবেজ তারা ডাউনলোড করে রেখেছে। বিমান যদি তাদের দাবি মেনে না নেয়, তাহলে তারা নিজেদের ব্লগে এগুলো প্রকাশ করে দেবে।

হ্যাকাররা বিমানকে আরো জানিয়েছে, টাকা দেয়ার পর বিমানকে তারা সব তথ্য ফেরত দেবে ও সার্ভার সচল করবে। তারা যেসব তথ্য সংগ্রহ করেছে, সেগুলো ধ্বংস করে দেবে। বিমানের ফ্লাইটের নানা তথ্য হ্যাকারদের হাতে রয়েছে বলে তাদের দাবি। তারা আরও দাবি করেছে, বিমানে ভ্রমণ করা যাত্রী ও কর্মীদের পাসপোর্টের তথ্য এবং বিভিন্ন ক্যারিয়ারের তথ্যও তাদের কাছে রয়েছে।

টাকা দেয়ার জন্য বিমানকে ১০ দিনের সময় বেঁধে দিয়েছিল হ্যাকাররা। বিমানের হাতে এখন মাত্র তিন দিন সময় আছে। বিমান সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে ডিজিটাল নিরাপত্তা এজেন্সিকে তারা চিঠি দিয়েছে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App