×

চিত্র বিচিত্র

সামাজিক মাধ্যমে চাঁদের ছবি ভাইরাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ০৯:৫৪ পিএম

সামাজিক মাধ্যমে চাঁদের ছবি ভাইরাল

ছবি: সংগৃহীত

শুরু হয়েছে পবিত্র রমজান। বৃহস্পতিবার খালি চোখে বেশিরভাগ মানুষই চাঁদ দেখতে পারেননি। তবে শুক্রবার (২৪ মার্চ) খালি চোখে চাঁদ দেখা যাচ্ছে। তবে এ চাঁদের সঙ্গে আছে একটি তারা। যে তারাটিকে অনেকেই শুক্র গ্রহ হিসেবে অভিহিত করার চেষ্টা করছেন। চাঁদের ঠিক নিচেই এই তারা জ্বলজ্বল করছে।

এদিকে, চাঁদের নিচে তারার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিভিন্নজন তার ফেসবুক ওয়ালে চাঁদ-তারার এই ছবি পোস্ট করে নানা বিষয় উপস্থাপন করেছেন।

ইয়াসিন নামের এক ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর লেখেন, আজকের চাঁদটা তাহার মতোই সুন্দর।

সানজিদা সনকা নামে রাজবাড়ী সদরের এক আবৃত্তিশিল্পী লেখেন, এত সুন্দর চাঁদ, নিচে একটা তারা। এখনো কেউ বাইরে গেলেই দেখতে পাবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি (বশেমুরবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শিমুল সরদার লেখেন, আজ চাঁদ ও শুক্র গ্রহ একই সঙ্গে (আকাশে চাঁদ ও ভেনাস একত্রে হয়ে গেছে) তাই চাঁদের মাঝ বরাবর নিচে তারাটি দেখা যাচ্ছে।

তরিকুল ইসলাম নামের এক প্রকৌশলী লেখেন, পবিত্র রমজান মাসের প্রথম রোজা সন্ধ্যার আকাশে এক বিরল দৃশ্য চাঁদ ও শুক্র গ্রহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App