×

আন্তর্জাতিক

রাজা তৃতীয় চার্লসের সফর স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ০৮:৪৬ পিএম

পেনশন সংস্কারের দাবিতে ফ্রান্সের ট্রেড ইউনিয়নের চলমান বিক্ষোভের মুখে দেশটিতে রাষ্ট্রীয় সফর স্থগিত করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

শুক্রবার (২৪ মার্চ) দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে। খবর রয়টার্সের।

পেনশন সংস্কারের সিদ্ধান্তে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অটল থাকার ঘোষণার পর সহিংস হয়ে উঠেছে বিক্ষোভকারীরা। চলমান উত্তাল পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন রাজা তৃতীয় চার্লস। রাজা ও রানি কনসোর্টের নতুন রাজত্বের প্রথম রাষ্ট্রীয় সফর ফ্রান্সে রবিবার থেকে তিনদিনের জন্য শুরুর কথা ছিল।

প্যালেসের পক্ষ থেকে বলা হয়েছে, পেনশন সংস্কারের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার আরেকটি নতুন ঘোষণার পর পূর্বনির্ধারিত ২৬-২৯ মার্চের রাজা চার্লসের রাষ্ট্রীয় সফর স্থগিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App