×

আন্তর্জাতিক

আগামী ৬ বছর ভোটে দাঁড়াতে পারবেন না রাহুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ০৬:৩৩ পিএম

আগামী ছয় বছর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না রাহুল গান্ধী। শুক্রবার (২৪ মার্চ) লোকসভা সচিবালয় বিষয়টি জানিয়েছে।

একই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে সংসদ সদস্য পদ হারান ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। লোকসভার স্পিকার ওম বিরলা তার সংসদ সদস্য পদ বাতিল ঘোষণা করেন। খবর এনডিটিভি, আনন্দবাজার পত্রিকার।

ভারতীয় সংবিধানের ১০২ (১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-এর ৮ নং অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে। এই আইনের ভাষ্য হলো, রাহুল অন্তত আগামী ছয় বছর কোনো ভোটে লড়তে পারবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App