মার্কিন ঠিকাদার নিহত
সিরিয়ার উত্তরাঞ্চলে জোট বাহিনীর একটি ঘাটির কাছে মার্কিন সেনাদের ওপর প্রাণঘাতী ড্রোন হামলার পর পাল্টা আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থানে একাধিক বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে পেন্টাগন দুটি হামলার কথাই প্রকাশ করে।
তারা জানিয়েছে, সিরিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর একটা ৩৮ মিনিটে সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা শহরের কাছে জোট বাহিনীর একটি ঘাঁটিতে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।