দেশে প্রতিদিন যক্ষ্মায় ১০০ জনের মৃত্যু

আগের সংবাদ

বাড়তে পারে সারা দেশের তাপমাত্রা

পরের সংবাদ

শ্যামনগরে মাছের ঘেরী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩ , ২:১৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৪, ২০২৩ , ২:১৮ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান নগর মাছের ঘেরী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন শ্যামনগর থানা-পুলিশ। জানা যায়, নিহতের নাম বিল্লাল।

শুক্রবার (২৪ মার্চ) ভোর ৬ টার দিকে আব্দুল মজিদ নামের এক ব্যাক্তির মাছের ঘেরীতে তার এক কর্মচারীর ছেলে মরদেহটি দেখতে পায়। বিষয়টি স্থানীদের জানালে পরে শ্যামনগর থানা-পুলিশের এসআই সেলিম রেজা ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে।

জানা যায়, নিহত বিল্লাল (৪০) উপজেলার রমজাননগর গ্রামের মৃত সাত্তার ছেলে। বিল্লালের স্ত্রী আকলিমা বেগম বলেন, রাত ১২ টার দিকে তার স্বামী বাড়ি থেকে বের হয় যায়। কিন্তু কি করনে তিনি বের হলেন সে বিষয়ে বলতে পারেনি আকলিমা বেগম।

বিল্লালের মামাতো ভাই সুলতান বলেন, রোজার সেহরি শেষে জানতে পারলাম বিল্লাল ঘেরীতে মৃত অবস্থায় পড়ে আছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল হাসান বাদল বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে পাঠানো হচ্ছে এবং তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়