খুলনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

আগের সংবাদ

নিরাপদ পানির অভাব ২৩০ কোটি মানুষের

পরের সংবাদ

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এসআই গুরুতর আহত

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩ , ১১:৫০ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৪, ২০২৩ , ১১:৫০ অপরাহ্ণ

রাজধানীর তুরাগে মাদক মামলার আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে শাহিনুর রহমান খান (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। তিনি তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তুরাগ ফুলবাড়িয়া টেকপাড়া এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, ফুলবাড়িয়া টেকপাড়া এলাকায় বিল্লাল হাজীর বাড়ির ছাদে মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এএসআই মো. মাহবুব আলম ও আনসার সদস্য মো. রকিবুলসহ ঘটনাস্থলে যান উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান খান। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চার-পাঁচজন পালিয়ে যায়। এসময় মাদক ব্যবসায়ী আব্দুর রউফ ছাদের পানির ট্যাংকির উপর থেকে লাফিয়ে নেমে শাহিনুরের বুকে ছুরিকাঘাত করে।

তিনি আরো বলেন, আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয় সেখান থেকে রাতে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়