আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা শনিবার

আগের সংবাদ

রিজভীসহ কারাবন্দি ৩৬ নেতার বাসায় বিএনপির ইফতারসামগ্রী

পরের সংবাদ

ভূমিকম্পে বেঁচে যাওয়াদের সঙ্গে রমজানের প্রথম দিন কাটালেন এরদোগান

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩ , ৪:১৮ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৪, ২০২৩ , ৪:১৮ অপরাহ্ণ

ভূমিকম্পে বেঁচে যাওয়াদের সঙ্গে রমজানের প্রথম দিনটি কাটিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ভূমিকম্প বিধ্বস্ত ওই প্রদেশে ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। খবর ডেইলি সাবাহের।

কারাকাসু জেলার কনটেইনার কমপ্লেক্সে বসবাসকারী ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে এরদোগান বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো পুনর্গঠন ও পুনরুজ্জীবিত না হওয়া পর্যন্ত বিশ্রাম বা বিরতি নেই।

তিনি বলেন, ভুলে যাবেন না, যে কোনো জিনিস ভাগ করে নেয়ার মাধ্যমে অনেক সুখ আছে। এই বোঝাপড়ার সঙ্গে আমরা রমজানকে ভূমিকম্প কবলিত এলাকার জন্য একটি সংহতি প্রচারে পরিণত করতে চাই। সারা দেশের পৌরসভাগুলো তাদের রমজানের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, দেশটির দক্ষিণাঞ্চলে গত মাসে ব্যাপক ভূমিকম্পের কারণে সৃষ্ট ক্ষতি মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান।

এমকে/ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়