বগুড়ার আলোচিত সেই বিচারক প্রত্যাহার

আগের সংবাদ

রোজায় স্বাস্থ্য ঠিক রাখাতে যা খেয়াল রাখবেন

পরের সংবাদ

‘বাংলার সমৃদ্ধি’র বীমার অর্থ মিলেছে ২৩৬ কোটি টাকা

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩ , ১:২৮ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৪, ২০২৩ , ১:২৮ অপরাহ্ণ

যুদ্ধের মধ্যে ইউক্রেইনে গিয়ে গোলার আঘাতে বিধ্বস্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র জন্য ক্ষতিপূরণ মিলেছে। বিদেশি বীমা প্রতিষ্ঠান থেকে ক্ষতিপূরণের অর্থ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনের কাছে জমা হয়েছে।

বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মো. জিয়াউল হক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বীমা দাবির অর্থ হিসেবে বিদেশী বীমা প্রতিষ্ঠান থেকে ক্ষতিপূরণের ২২ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া গেছে।

বৃহস্পতিবারের দর অনুযায়ী, ১০৫ দশমিক ১২ টাকা ডলারের দাম ধরলে তা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ২৩৬ কোটি টাকা।

“আমাদের ক্লেইম করা পুরো অর্থই পাওয়া গেছে,”। জানিয়ে কমডোর জিয়াউল বলেন, সাধারণ বীমা করপোরেশনের মাধ্যমে বিএসসির ব্যাংক হিসেবে জমা হবে এই অর্থ।

ইউক্রেইনে রাশিয়ার অভিযান শুরুর পর সেখানে গিয়ে আটকে পড়েছিল বাংলাদেশের জাহাজটি। ইউক্রেইনের অলভিয়া বন্দরে নোঙর করা অবস্থায় গত বছরের ২ মার্চ জাহাজটিতে গোলার আঘাত হয়। তাতে জাহাজটির নেভিগেশন ব্রিজ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। নিহত হন জাহাজটির তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়