পোল্ট্রি খাতে ৫২ দিনে ৯৩৬ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

আগের সংবাদ

ভারতকে ১-০ গোলে হারালো বাংলাদেশ

পরের সংবাদ

রাহুল গান্ধী

দেশের জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩ , ৯:২০ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৪, ২০২৩ , ৯:২০ অপরাহ্ণ

দেশের জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।

সংসদ সদস্য পদ বাতিলের পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৪ মার্চ) এমন মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তির মামলায় দুই বছরের সাজা হয়েছে রাহুলের। ভারতীয় আইন অনুযায়ী এ কারণে খারিজ হয়ে গেছে তার সাংসদ পদ। এ নিয়ে রাহুল বলেন, আমি ভারতের কণ্ঠস্বরের জন্য লড়াই করছি। এ জন্য যে মূল্য আমাকে দিতে হবে, আমি প্রস্তুত। খবর এনডিটিভির।

শুক্রবার লোকসভা থেকে রাহুলের বহিস্কারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কেরালা রাজ্যে রাহুলের যে আসন ছিল তাকে শূন্য ঘোষণা করা হয়েছে। এই আসনের জন্য এখন বিশেষ নির্বাচন ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন। রাহুল গান্ধীকে নিজের শাস্তির বিরুদ্ধে আপিল করতে এক মাসের জামিন দেয়া হয়েছে। কংগ্রেস দাবি করেছে, সরকারকে প্রবল চাপে ফেলার কারণেই রাহুলকে ‘ষড়যন্ত্রের’ শিকার হতে হচ্ছে।

অপরদিকে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই রায়কে আইনসম্মত বলে স্বাগত জানিয়েছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়