৮০০ গোলের কীর্তি গড়লেন মেসি

আগের সংবাদ

পাল্টা আক্রমণে যাওয়ার হুমকি ইউক্রেনের

পরের সংবাদ

তৃতীয় সন্তানের বাবা হলেন আতিফ আসলাম

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩ , ১০:২২ পূর্বাহ্ণ আপডেট: মার্চ ২৪, ২০২৩ , ১০:২৩ পূর্বাহ্ণ

তৃতীয় সন্তানের বাবা হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। এবার আতিফ-সারা ভারওয়ানার সংসারজুড়ে এসেছে কন্যাসন্তান।

সম্প্রতি কন্যার আগমনের খুশির খবর ইনস্টাগ্রামে পোস্ট করে আতিফ লিখেছেন, ‘মা এবং সন্তান দুজনেই ভালো আছে, আমাদের জন্য প্রার্থনা করবেন, মাশাল্লাহ’।

জানা যায়, আতিফ আসলাম মেয়ের নাম রেখেছেন হালিমা আতিফা আসলাম। সদ্যজাতের একটা মিষ্টি ছবিও দিয়েছেন আতিফ।

ছবিতে দেখা যাচ্ছে, শান্তভাবে ঘুমিয়ে আছে আতিফ এবং সারার সদ্যজাত শিশুকন্যা।

এর আগেও বাবা হয়েছেন পাকিস্তান ও বলিউডের বেশ পরিচিত এই গায়ক। আহাদ ও আরিয়ান নামে আতিফের দুই পুত্রসন্তান রয়েছে। পাঁচ বছরের পুত্র আহাদ ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয়। এ বছর আহাদের জন্মদিনে বাবা আতিফ একটি সুন্দর নোট লেখেন।

ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বাবা লেখেন ‘শুভ জন্মদিন। তুমি আমার সুপারস্টার, আর তোমার খুশিতেই তোমার মা বাবার সব সুখ’।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়