ইসির সঙ্গে সংলাপে বসবে না বিএনপি

আগের সংবাদ

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর

পরের সংবাদ

ঝালকাঠিতে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩ , ১১:২৮ পূর্বাহ্ণ আপডেট: মার্চ ২৪, ২০২৩ , ২:০১ অপরাহ্ণ

ঝালকাঠির রাজাপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও আট জন। আজ শুক্রবার (২৪ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের ড্রাইভার সাবু মোল্লা (৪০), সাথী (৩৩), ইমু (২০), মোমেনা (৪৫), তানজিলা (৩১), অমল দেবনাথ (৫৮), মন্টু হাওলাদার (৫৫), শহিদুল খান (৫৭), রাহুল (৪০), জাহানারা বেগম (৫৫), কবির মোল্লা (৩৫), কাওছার (৩২) ও রিতা দেবনাথ (৩৫)। আহতদের মধ্যে দুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চারজনকে ভান্ডারিয়া হাসপাতালে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

রাজাপুর থানার ওসি পুলিক চন্দ্র রায় জানান, ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার ও একবাস যাত্রী নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১০-১২ জন যাত্রী আহত হন। দুর্ঘটনায় যান চলাচল বন্ধ হলে পুলিশ তাৎক্ষণিকভাবে যান চলাচলের ব্যবস্থা করে।

জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস বরিশাল-পাথরঘাটা সড়কের ঝালকাঠির রাজাপুরের কানুদাসকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হন। এ সময় বাসের চালকসহ ১০-১২ জন যাত্রী আহত হন। এদের মধ্যে বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক।

আহত যাত্রীরা জানান, বাসচালক অতিরিক্ত গতিতে বাসটি চালাচ্ছিলেন। যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী কর্মকর্তা আব্দুস সোবাহান বলেন, দুর্ঘটনায় বিআরটিসি বাসের সুপারভাইজার মেহেদী ও পাভেল নামে বাসের এক যাত্রী নিহত হয়েছেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ভান্ডারিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়